ফরিদপুরে ৪০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক।
নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুর সদর থানাধীন পশ্চিম আলিপুর থেকে মোঃ রিয়াদ শেখ(৩৯) নামে নিজ বসত বাড়ির শয়ণ কক্ষ থেকে ৪০ বোতল ফেন্সিডিল সহ আটক করেছেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃক বিশেষ অভিযানে এই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মকরত বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক পাপড়ি সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পশ্চিম আলিপুর মোঃ রিয়াদ শেখের বাড়িতে ফেন্সিডিল বিক্রি করছেন। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে আমাদের সঙ্গীয় ফোর্স সহ আমরা রিয়াদ শেখের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় আমাদের সঙ্গে ফোর্স হিসেবে ছিলেন হাসান আল মামুন, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ রিয়াজ হোসেন, মোঃ শিহানুর রহমান, মোঃ রিয়াজ হোসেন, মোঃ মামুন হোসেন, শশাঙ্ক সরকার, মোঃ রাসেল হোসেন, সমন্বয়ে গঠিত একটি বেডিং পার্টি নিয়ে সরকারি গাড়িযোগে ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন পশ্চিম আলিপুর এলাকার রিয়াদ শেখের পূর্ব ভিটির পশ্চিম দুয়ারী একচলা একটি টিনের সেমিপাকা যুক্ত দুটি কক্ষের চারপাশ আমরা ঘিরে ফেলি। এ সময় রিয়াদ শেখ ঘর থেকে সামনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আমরা তাকে আটক করতে সক্ষম হই। রিয়াদ কে আটকের পর ঘটনা স্থলে জনসম্মুখে আসামিকে সাক্ষীদের মোকাবেলায় নাম ঠিকানা জব্দ করে সবার উপস্থিতে তাঁকে নিয়ে আসা হয়।
এ সময় রিয়াদ শেখ বলেন ফেন্সিডিল বিক্রয় করার উদ্দেশ্যে তিনি সংরক্ষণ করে নিজ ঘরে রাখেন।আসামির দেওয়া তথ্য মতে, একটি প্লাস্টিকের বস্তার ভেতরে জব্দকৃত ফেনসিডিল পাওয়া যায়। ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মোঃ রাজামিয়া উপপরিদর্শক সার্কেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ফরিদপুরের কর্তৃক একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। যার ধারা নং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধনী২০২০)এর ৩৬(১)সারনির ১৪(খ) ধারায়। সেসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর এর বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক পাপিয়া সুলতানা বলেন - মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি, মাদক দেশ ও জাতির জন্য অভিশাপ, আপনারা স্থানীয় জনগণ মাদকদ্রব্য ব্যবহারকারী ও বিক্রেতার ব্যাপারে তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে পরিপূর্ণ সক্ষম হব।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫