সেক মোহাম্মদ আফজাল
জেলা প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরের গেরদায় রেল ক্রসিংয়ে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে চারজন। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ৭ জানুয়ারি বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পরে তাদের মধ্যে মারা যান আরো দু’জন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি
জানা যায় মাইক্রোবাসে করে ১০ থেকে ১১ জন যাত্রী রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই।
ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনা স্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে স্টেশন কর্মকর্তা মো: নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন এবং মাইক্রোবাসে আর কোন নিহত লোক নাই বলে জানিয়েছেন।
অন্য দু’জনকে হাসপাতালে নেয়ার পর মারা গেছ বলে জানা যায়।
উপস্থিত জনতার কেউ কেউ বলেন তারা মাইক্রোবাস যোগে ফরিদপুর কোন এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন, তবে কার বাড়িতে এসেছেন বা যাচ্ছিলেন তাহা এখনো স্পষ্ট নয়।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫