বিপ্লব কুমার দাস। প্রতিবেদকঃ
ফরিদপুরের ভাঙ্গায় একটি বাড়ির ভবনের দ্বিতীয় তলা থেকে কেয়ারটেকারের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
এ সময় ভাঙ্গা থানা পুলিশের পাশাপাশি ফরিদপুরের সিআইডি পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে তদন্ত করেন।
বুধবার (৮ জানুয়ারি) আনুমানিক রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের প্রয়াত চিকিৎসক জামালউদ্দিন খলিফার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত কেয়ারটেকারের নাম ওহাব মাতুব্বর(৭০)। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভবনটি প্রয়াত চিকিৎসক জামালউদ্দিন খলিফার। তিনি ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসক ছিলেন। তিনি মারা যাওয়ার পর এই ভবনটিতে তার পরিবারের কেউ বসবাস করতো না৷ প্রয়াত চিকিৎসকের স্ত্রী ও দুই মেয়ে ঢাকায় থাকেন। বাড়িটি দেখাশোনার দায়িত্বে ছিলেন কেয়ারটেকার ওহাব মাতুব্বর। গত কয়েকদিন ধরে বাড়িতে সন্ধ্যার পর আলো জ্বলেনি। তখন এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাধাঁ অবস্থায় ভবনের দ্বিতীয় তলা থেকে কেয়ারটেকার ওহাব মাতুব্বরের লাশ উদ্ধার করে।
এবিষয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে কেয়ারটেকারকে খুন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিপ্লব কুমার দাস
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫