নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুর মহিলা ও শিশু কিশোরী সেফহোমে মানসিক ভারসাম্যহীন ইতি বালা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ৯ জানুয়ারি-২৫ তারিখে প্রতিদিনের ন্যায় সেফহোমের শয়ন কক্ষে সকলে ঘুমাতে যায়,রাত অনুমান ২-৩০ মিনিটের সময় হঠাৎ ইতিবালা নামে একজন অসুস্থ হলে সেফহোমে কর্তব্যরত কয়েকজন মহিলা আনসার সদস্যরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ইতি বালা কে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সেফহোমের উপ- তত্ত্বাবধায়ক তাহসিন জামান এর নির্দেশে ডলি সাহা ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে কোতয়ালী থানার এসআই কবীর আহমেদ ও ফায়েকুজ্জামান ঘটনা জানার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। ইতি বালার মৃত্যু সম্পর্কে সেফহোমে এর উপ তত্বাবধায়ক তাহসিন জামান সাংবাদিকদেরকে বলেন, ইতি বালা হঠাৎ অসুস্থ হলে রাতেই বিষয়টা আমাকে জানায় আমি তাৎক্ষণিক হাসপাতাল নেওয়ার নির্দেশ দেই। পরবর্তীতে জানতে পারি ইতিবালা মারা গেছেন। তিনি আরো বলেন ইতি বালা একজন মানসিক ভারসাম্যহীন রূগী ছিলেন তাকে আমরা ভালো করার জন্য ইতিপূর্বে পাবনা মানসিক হাসপাতালেও দীর্ঘদিন চিকিৎসা করেছি মহামান্য আদালতের নির্দেশনায় যার স্মারক নং ১৫৪। এ সময় তাহসিন জামান সাংবাদিকদের আরও বলেন, জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেছি, জেলা প্রশাসকের নির্দেশনা ও সেফহোমের নিয়ম অনুযায়ী ময়না তদন্তের জন্য একটি আবেদন করেছি। এরই ধারাবাহিকতায় ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম, এসআই কবির আহমেদ কনস্টেবল ফায়েকুজ্জামান জামান ও একজন নারী কনস্টেবলের উপস্থিতিতে ইতি বালার মরদেহটি ময়না তদন্ত করা হয়।ইতি বালার মৃত্যু সম্পর্কে জানতে চাইলে কোতোয়ালী থানার এসআই মোঃ কবির আহমেদ বলেন, ময়নাতদন্ত হলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইতি বালার ময়নাতদন্ত চলছিল।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫