রাসেল মোল্যা নড়াইল :
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের প্রয়াত বিএনপি নেতা রফিকুল মফিজুর স্মৃতি সংসদ ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ভোদন।
১০ জানুয়ারি শুক্রবার বিকাল তিনটায় আগদিয়া শিমুলিয়া মাধ্যমিক মাঠে উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি রবি বিশ্বাসের প্রতিনিধিত্বে উদ্ভোদন করেন ৪/৫/৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মঞ্জুরা বেগম।এসময় উপস্থিত ছিলেন আগদিয়া চৌরাস্তা বাজার কমিটির সাধারণ সম্পাদক সোহেল সিকদার,যুবদল নেতা আনিস বিশ্বাস,যুবদল নেতা ইমরান সিকদার সহ স্থানীয় বিএনপি নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্ভোদনী ম্যাচে প্রতিদন্দিতা করেছে বিছালি ক্রিকেট টিম বনাম উজিরপুর ক্রিকেট টিম।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫