বিশেষ প্রতিনিধিঃ
আবারও দাবানল দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। অঙ্গরাজ্যটির ওয়েস্ট লাইলাক রোড থেকে শুরু হওয়া এই আগুন স্থানীয় সময় মঙ্গলবার (২১) জানুয়ারি) সকালে সান দিয়েগো কাউন্টিতে ছড়িয়ে পড়ে।
তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অঞ্চলটির বিভিন্ন এলাকা। প্রায় ৫০০ একর এলাকা পুড়ে গিয়েছে।
এর আগে, ১০ দিনের বেশি সময় ধরে দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। বাতাসের গতি ধীরে ধীরে কমতে থাকায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরই আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেন বাসিন্দারা। কিন্তু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই মেলেনি
সেসময়, দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। কয়েকদিন ধরে নানা ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন, যাদের মধ্যে ছিলেন বাংলাদেশিরাও।
তবে এখনো কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গিয়েছে। এরই মাঝে ঝুঁকিপূর্ণ বিবেচনা কড়াই এরই মধ্যে বাসিন্দাদেরকে নিরাপদে সরে যাওয়া নির্দেশ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অঞ্চলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আসলেও এখনো রেড ফ্লাগ জারি রয়েছে।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫