মোঃ রুহুল আমিন ভূইয়া
(এই নিউজটার কিছু বিষয় উইকিমিডিয়া সহ বিভিন্ন জায়গা থেকে নেওয়া)
বাবা-মায়ের চিন্তার কেন্দ্রবিন্দু তাদের সন্তান। আর আদরের সন্তানকে প্রথমবার স্কুলে দেয়া নিয়ে বাবা-মা বেশ চিন্তায় থাকেন। বিশেষ করে নতুন বছরের এই সময়ে স্কুলে ভর্তি শুরু হয়। তবে সন্তানকে স্কুলে ভর্তি করানোর সঠিক সময়ের বিষয়ে অনেক বাবা - মা জানেন না। আবার অনেকেই ভাবেন শিশু ভালোভাবে কথা বলা শিখলেই তাকে স্কুলে দেওয়া যায়। শিশুদের স্কুলে ভর্তির সময় নিয়ে কথা বলা হয়েছে মনোবিজ্ঞানী সুরাইয়া ইসলাম মুন্নির সাথে। এ বিষয়টি নিয়ে মনোবিজ্ঞানী আমাদেরকে জানিয়েছেন।
শিশুকে স্কুলে ভর্তির সঠিক সময় সমূহ, সুরাইয়া ইসলাম মুন্নি বলেন, শিশুর স্কুলে ভর্তির সময় সাধারণত একেক দেশে একেক রকমের হয়ে থাকে। এ কারণে দেশ ভেদে শিশুরা ভিন্ন ভিন্ন সময় ইস্কুলে ভর্তি হয়। যেমন আমাদের বাংলাদেশের সাধারণত ৫ থেকে ৬ বছরের বয়সের শিশুদেরকে স্কুলে ভর্তি করা হয়। আমরা যারা মনোবিজ্ঞানী বলি শিশুদের বয়স পাঁচ হলে তাদের স্কুলে ভর্তি করতে। কারণ এই সময়ে শিশুর বা সংখ্যা শিখতে শুরু করে। এমনকি তারা গণনা করতেও শিখে এই সময়টাতে।
মনোবিজ্ঞানী আরো বলেন কিছুকিছু শিশুকে পাঁচ বছর হওয়ার আগেই তাদের স্কুলে দিতে হবে। কারণ অনেক শিশুরা পাঁচ বছর বয়সের আগেই চিনতে পারে এই সঙ্গে মুখে মুখে সংখ্যা গণনা ও করতে পারে। এছাড়াও বর্তমানে বেশিরভাগ পরিবার একক পরিবার, আগে যৌথ পরিবারের সংখ্যা বেশি ছিল যার কারনে শিশুরা ছোট থেকেই তাদের সমবয়সীদের সঙ্গে খেলার সুযোগ পেতো এখন মনো বিকাশ বৃদ্ধি পাচ্ছে না তুলনামূলকভাবে। একক পরিবার হওয়ায় শিশুরা এখন ঘরের মধ্যে আবদ্ধ থাকে সারাখন দেশে মাঠের সংখ্যাও বিবর্তনে কমে গিয়েছে, যে কারণে শিশুরা তার সমবয়সীদের সাথে খেলাধুলাও করতে পারেনা।
যদি পাঁচ বছরের আগে শিশুদের স্কুলে দেওয়া হয় তাহলে তারা সমবয়সীদের সঙ্গে খেলাধুলা শিখতে পারে তাই যেসব শিশুরা একা বড় হচ্ছে তাদের বছরের আগে শিশুদের প্রিস্কুলে দেওয়া যেতে পারে।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫