সম্পর্ক শুরুর সময় একে অপরের প্রতি তীব্র আকর্ষণ থেকে বন্ধুত্ব, পরে প্রেম থেকে পরিণয় পাওয়ার সময়কালটা সব সময়ই আনন্দময় হয়ে থাকে। এমন অনুভূতির মধ্য দিয়ে যাওয়ার প্রতিটি পড়ো তুই খুব মনমুগ্ধকর হয়ে থাকে। তবে সেই প্রেম বা সম্পর্ককে ধরে রাখা, অথবা পরবর্তীতে বিয়ের পর দাম্পত্য জীবনে অটুট থাকা মুখের কথা নয়। সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে সম্পর্ক ধরে রাখতে বয়সের আদর্শ ফারাক নিয়ে কিছু তথ্য।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, আটলান্টার এমরি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বয়সের ফারাক নিয়ে এক গবেষণায় কিছু তথ্য তুলে ধরেছেন। গবেষক দলটি ৩০০০ জনের সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন, সেখানে উঠে এসেছে দুইজনের সম্পর্কে ৫ থেকে ৭ বছরের ফারাক, ১০ বছরের ফারাক ও সমবয়সীদের সম্পর্ক নিয়ে তথ্য।
গবেষণায় বলা হচ্ছে যে দম্পতিদের বয়সের ফারাক ৫ থেকে ৭ বছরের ১৮ শতাংশ সুযোগ রয়েছে বিচ্ছেদের। তুলনামূলকভাবে সমবয়সীদের মধ্যে সম্পর্ক অনেক বেশি স্থায়ী হয়।
১০ বছরের ফারাক যদি দুজনের বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে সেই সম্পর্ক ভাঙার সম্ভাবনা ৩৯ শতাংশ। এছাড়া চারিত্রিক বৈশিষ্ট্য বিভিন্ন বয়সীদের মধ্যে সম্পর্ক ভাঙার ক্ষেত্রে বেশ তাৎপর্যপূর্ণ বিষয়।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫