মো: রাজিব খান পাবনা প্রতিনিধি
গতকাল ২৭.০১.২৫ রবিবার রাতে সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, করমজা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি লিখন মোল্লার রক্তে রঞ্জিত হলো সাঁথিয়ার বেড়া সিএন্ডবি বাসস্ট্যান্ডের জনপদ।
প্রকাশ থাকে, রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে সিএন্ডবি বাসস্ট্যান্ডের সান্ধ্যকালীন স্ট্রিট ফুড চত্বরে লিখন মোল্লাকে একা পেয়ে একদল সন্ত্রাসী কাপুরুষের মতো পেছন থেকে অতর্কিত হামলায় মারাত্মক জখম করে পালিয়ে যায়।
দুই মাইক্রোবাসে আসা মুখোশ পড়া ৩০/৩৫ জনের সন্ত্রাসী দলের হাতে হাঁসুয়া, চাপাতি, টাঙ্গি, চাইনিজ কুড়াল সহ মারাত্মক আগ্নেয়াস্ত্র দেখা গেছে বলে জানা যায়।
স্ট্রিট ফুড চত্বরের আতংকগ্রস্থ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের অভিমত হামলার ঘটনা পরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যেই এমন নির্মম হামলা করেছে।
একটি জনগুরুত্বপূর্ণ স্পটে ডিউটি পুলিশ কি করছিলেন? পুলিশ প্রশাসন এই ঘটনার দায় কি এড়াতে পারে?
অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে আইনে সোপর্দ করার দাবী জানান এলাকা বাসী।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫