মোঃ আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী প্রতিনিধি)
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১ নং ইউনিয়ন ঘোষপুর ইউনিয়নের চর দুরদ কাটিগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকোস টিম ১৮ই জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়, চৌকস অভিযানে তল্লাশি করে লুকিয়ে রাখা মাদকদ্রব্য পাওয়া যায়।
এই সময় সোহেল কাজীর ঘর থেকে তল্লাশি করে প্রায় দুই কেজির মতো গাজা জব্দ করা হয়। বিপুল পরিমাণ গাঁজা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোহেল কাজী অত্র এলাকার মাদকের ডিলার।
জব্দকৃত মাদক ও সোহেল কাজী কে আটক করেন ২ কেজি গাঁজা সহকারে। সোহেল গাজী রতন দিয়া - জর দৌলত্বর কাঠি গ্রামের মোসাদ কাজির ছেলে।
উক্ত বিষয়টি নিয়ে জেলা মাধব দ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার রূপ পরিদর্শক মোহাম্মদ দেলোয়ার হোসেন বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা করেছেন, মামলা নং ১৮।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫