মোঃ রুহুল আমিন ভূইয়া
ফরিদপুর প্রতিনিধি
টঙ্গীর তুরাগ নদীর তীরে (শুক্রবার ৩১ জানুয়ারি) শুরু হচ্ছে ৫৮ তম বিশ্ব ইজতেমা। ইজতেমার মাঠে এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ৩ টি ধাপে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১জানুয়ারি শুরু হয়ে ফেব্রুয়ারির ২ তারিখে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি শুরু হবে এবং ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপ শেষ হবে। এরপর ৮ দিনের বিরতি থাকার পর, ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। ইজতেমা শেষ হবার ২ দিন পর ১৮ ফেব্রুয়ারি মাগরিব নামাজ শেষ করে প্রশাসনের কাছে সাদ অনুসারীদের ময়দান বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে।
টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দান প্রস্তুতির কাজ দ্রুত গতিতে সুশৃংখলভাবে হচ্ছে। শেষ পর্যায়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশ - বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য উত্তর পশ্চিমে তৈরি করা হয়েছে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশি মেহমানদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। দেশ-বিদেশ হতে আগত মুসল্লিদের তুরাগ নদী পারাপারের জন্য পাঁচটি ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে।
যেকোনো ধরনের সহিংসতা এড়ানোর জন্য সমগ্র ইজতেমার ময়দানকে সিসি টিভি ক্যামেরা স্থাপন করে রেখেছেন সুরক্ষার কথা বিবেচনা করে।
ইজতেমার প্রসঙ্গে তাবলীগ জামাত বাংলাদেশ শারায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমার ময়দানের ৯০% কাজ ইতিপূর্বে সম্পূর্ণ করা হয়েছে। আশাবাদী আগামী শুক্রবার ইজতেমা শুরুর পূর্বেই প্রস্তুতিমূলক সকল কাজ সফলভাবে শেষ হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ - পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন গণমাধ্যমকে জানান মুসল্লিদের সেবায় এবং তাদের সুরক্ষার কথা বিবেচনায় রেখে কঠোর নিরাপত্তা বলয়ে বেষ্টিত থাকবে ইজতেমার ময়দান। এবার প্রায় ৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫