আব্দুল মতিন মুন্সী
বোয়ালমারী প্রতিনিধি
গত ২৪ শে জানুয়ারী রাতে বোয়ালমা রী উপজেলাধীন সাতৈর ইউনিয়নের সাতৈর বাজার ওয়ালটন শো- রুমে দুর্ধষ চুরি হয়েছে। ওয়ালটন শো- রুমের মালিক মো: শাহাজাহান ফকির জানান, নগদ একষট্টি হাজার টাকা, ২১ পিচ মোবাইল সেট তার মূল্য তিন লক্ষ পনের হাজার আর ৬ পিচ এল ইডি টেলিভিশন তার মূল্য এক লক্ষ আশি হাজার টাকা চোরে শো- রুমের উপরের টিন কেটে ভিতরে ঢুকে চুরি করে নিয়ে যায়।
বর্তমানে বিভিন্ন সময়ে লক্ষ্য করা যাচ্ছে চুরি ডাকাতি ছিনতাই এর প্রবণতা ক্রমশ বেড়ে চলছে। আজকাল একটা রিকশার জন্য একজন মানুষকে হত্যা করা হচ্ছে, হত্যা করে তার লাস্টটিকে গুম করে ফেলছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিশেষ অনুরোধ রইলো, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, এই ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক, এটাই প্রত্যাশা গ্রামবাসীর।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫