আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী প্রতিনিধি)
গত ২৯ শে জানুয়ারী বোয়ালমারী উপজেলা পরিষদের পক্ষ হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু - নিচু বেঞ্চ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলা পরিষদ মেলায়তনে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের হাতে এই সব সামগ্রী তুলে দেয়া হয়।
উপজেলা পরিষদের আয়োজনে ২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮ প্রকার ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক তানভীর হাচান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিদ আলভীর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, প্রকৌশলী পর্ণেদু সাহা প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫