(ছবিসগৃহীত)
মোঃ রুহুল আমিন ভূইয়া
জুলাই গণ-অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত এই মামলায় প্রতিবেদন দাখিল এর জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করেছেন।
প্রসিকিউশনে আবেদন মঞ্জুর করে বিচারপতি গোলাম মোর্তজা চৌধুরী ও মহিদুল হক এনাম চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই আদেশটি দেন।
গত ১১ ফেব্রুয়ারি দেওয়া আদেশ অনুযায়ী জুলাই -
আগস্ট এ উত্তরা এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুর ইসলামসহ ছয় আওয়ামী লীগের নেতা কে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর ট্রাইবুনাল সাবেক মেয়র আতিকুল ছয় আওয়ামী লীগের নেতাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
আতিকুল ইসলাম ছাড়া অপর পাঁচজন হচ্ছেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের যা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন, মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন রুবেল।
এফএইচ
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫