আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী সংবাদ দাতা)
চলমান ডেভিড হান্ট অভিযানে বোয়ালমারী উপজেলা ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো শামীম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে দাদপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে শামীম মোল্লাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর পাশের আলফাডাঙ্গা থানার একটি নাশকতা মামলায় শামীম মোল্লা কে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
শামীম মোল্লা সাবেক মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুর রহমানের আস্থা ভাজন হিসেবে রাজনীতির মাঠে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
বোয়ালমারী থানার ওসি জনাব মাহামুদুল হাসান বলেন, নাশকতা মামলায় শামীম মোল্লা কে গ্রেফতার করা হয়েছে। মামলাটি আলফাডাঙ্গা থানায় হওয়ায় তাকে আলফাডাঙ্গা থানায় পাঠানো হয়েছে।
গ্রেফতারের পর নাশকতার ওই মামলায় শামীম মোল্লা কে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আলফাডাঙ্গা থানার ওসি জনাব হারুনুর রশিদ।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫