খুলনার কয়রায় সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে হরিণের ৬২ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে একটি নৌকা থেকে এ মাংস উদ্ধার করা হয়। এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।
নৌকার ভেতর মাংস ফেলে হরিণ শিকারীরা কপোতাক্ষ নদে ঝাঁপিয়ে পড়ে জানিয়েছেন অভিযান পরিচালনাকারীরা। বন বিভাগ জানায়, গোপন সংবাদে জানা যায় সুন্দরবন থেকে হরিণ শিকার করে কপোতাক্ষ নদ দিয়ে লোকালয় ফিরছে শিকারীরা। বিষয়টি কোস্টগার্ড কে জানানোর পর যৌথ অভিযান চালানো হয়। বোন বিভাগের ট্রলার নৌকার কাছাকাছি গেলে শিকারীরা লাশ দিয়ে নৌকা থেকে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি করে মাছ রাখার ড্রামে হরিণের মাংস পাওয়া যায়।
বন বিভাগের কোবাদক স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, পালিয়ে যাওয়া শিকারীদের চিহ্নিত করতে এলাকার মানুষের সহযোগিতা চাওয়া হচ্ছে।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫