রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুই অস্ত্রধারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনা স্থল থেকে পাঁচজনকে কে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৬ পদাতিক ব্রিগেডের ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ানের এক কর্মকর্তা।
(১৯ ফেব্রুয়ারি) দিবাগত ১ তার দিকে মোহাম্মদপুর -বসিলা রোডের চাঁদ উদ্যান /৪০ ফিট এলাকায় লাউতলায় এ ঘটনাটি ঘটে। নিহত দুইজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
এদিকে, মোহাম্মদপুর -বোসিলা রোডের চাঁদ উদ্যান /৪০ ফিট এলাকার লালতলায় এর গোলাগুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে বিকট কুলির শব্দ শোনা যায়।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, মোহাম্মদপুর থেকে যৌথ বাহিনীর কাছে তথ্য আসে মোহাম্মদপুর -বসিলা রোডের চাঁদ উদ্যান /৪০ ফিট এলাকার লাউতলায় বেশ কয়েকজন অস্ত্রধারী বৈঠক করছে। এর প্রেক্ষিতে যৌথ বাহিনী লাউতলায় গেলে অস্ত্রধারীরা এলোপাথাড়ি গুলি চালায়। এতে যৌথ বাহিনীর সদস্যরাও বালটা গুলি চালায়। এভাবে দুই থেকে তিন মিনিট গুলি বিনিময় হয়। একপর্যায়ে পাঁচজন অস্ত্রধারী চিৎকার করে আত্মসমর্পণ করে। তাদের গ্রেপ্তার করার সময় দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। এ সময় অপরাধীদের কাছ থেকে একটি রিভলভার ও গুলি পাওয়া যায়। তবে এ ঘটনায় যৌথ বাহিনীর কেউ গুলি বিদ্ধ হয়নি। এ সম্পর্কে বিস্তারিত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওয়ারলেস অপারেটর আব্দুর রব জানান, দুইজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার বলেন, বছিলায় যৌথ বাহিনীর সঙ্গে অস্ত্রধারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে পারছি না।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫