বিনোদন ডেস্ক, ফরিদপুর মহানগর বার্তা
মোঃ রুহুল আমিন ভূইয়া
স্টাফ রিপোর্টার।
টিভিসি কিংবা উপস্থাপনার পর অভিনয়ে এসে বেশ অল্প সময়েই দর্শকের নজর কারসেন আইসা খান। কাজ করে যাচ্ছেন নতুন নতুন নাটকে।
এদিকে সম্প্রতি একটি গণমাধ্যমের ভিডিও সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি কোমন পাত্র বিয়ে করবেন।
আয়েশা খান বলেন, লাইফ পার্টনার বাছাইএর ক্ষেত্রে অবশ্যই প্রথমে যেটা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে ছেলে নামাজী কিনা, কারন আমার মাঝেমধ্যে নামাজ একটু কম পড়া হয়। সে ক্ষেত্রে আমার পার্টনারের মধ্যে নিয়মিত নামাজ আদায়ের গুনটা অবশ্যই থাকতে হবে। কারণ নামাজের জন্যই বাসায় মায়ের কাছে বেশি বকাঝকা শুনতে হয়। নামাজ নিয়ে আমার পরিবার বেশ সচেতন।
মিডিয়া জগতে কাজ করলেও আয়েশার নেই কোন প্রেমের গুঞ্জন। কেন নেই? উত্তরে আইসা বলেন, স্কুল লাইফ থেকে আমি রাফ অ্যান্ড টাফ পারসোনালিটি নিয়ে চলাফেরা করতাম। এটার জন্য হয়তোবা কেউ প্রেমের প্রপোজাল বা প্রেমের প্রস্তাব দেওয়ার সাহসটাই করেনি। যারা করেছে তাদের সঙ্গে হয়তোবা কথা বলেছি, বোঝার চেষ্টা করেছি,, একটা সময় তাদের কোন নির্দিষ্ট বিষয়ে চোখ খেয়ে পড়ার পর মনে হয়েছে দূরত্ব বজায় রাখাই ভালো।
প্রেম না করলেও লাইফ পার্টনার হিসেবে আইসা খান আরো বলেছেন, ভালো ব্যবহার জানতে হবে কারণ ভালো ব্যবহার আচরণ আয়ত্তে আনতে সময়ের প্রয়োজন। তাকে অবশ্যই ভালো চরিত্রের অধিকারী হতে হবে যিনি সবাইকে সম্মান করতে জানে।
সবশেষে আইসা বলেন এই দুইটা গুনের পাশাপাশি সে যদি একটু ট্রাভেল ফ্রিক হয় তাহলেই হবে। কারন আমি ঘুরতে পছন্দ করি আমার লাইফ পার্টনার ও যদি কষ্ট করে একটু ঘুরতে পারে তাহলেই হবে। মানিয়ে নিতে পারব......... smile
লাইফ পার্টনার এখনো খুঁজে না পেলেও, বিয়ের তারিখ কিন্তু ঠিক করে রেখেছেন আইসা। জানালেন ২১ ডিসেম্বর বিয়ে করবেন তিনি। আর্সাল? সেটা অবশ্য এখন নিশ্চিত করে কিছু বলতে পারেন না আইসা।
তিনি বলেন আমি ডিসেম্বর মাসে সবাইতো ১৬ ডিসেম্বর ২১শে ডিসেম্বর ৩১শে ডিসেম্বর বিয়ে করে তাই আমি চিন্তা করেছি, আমার বিয়েটা একুশে ডিসেম্বর হবে যদিও কোন সাল সেটা এখনো নিশ্চিত ভোগ করে বলতে পারছি না। আগে পাত্র খুঁজে পাই তারপর একুশে ডিসেম্বর বিয়ে করে নিব।
(আরটিভি/এএ)
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫