আব্দুল মতিন মুন্সী
বোয়ালমারী প্রতিনিধি
আজ ২৭ ফেব্রুয়ারী বোয়ালমারী উপজেলা কাদিরদী ডিগ্রি কলেজের ছাত্ররা মাঝকান্দী ভাটিয়াপাড়া মহাসড়কের কাদিরদী কলেজের সামনে গাছের গুরি ফেলে রাস্তা অবরোধ করে রাখে। এর ফলে শতশত বাস ট্রার্ক অটোরিকশা আটকে পড়ে মানুষের চরম ভোগান্তি হয়।
জানা যায় গতকাল কাদিরদী কলেজের দু ছাত্র ২ টি বাইক নিয়ে বোয়ালমারী রেল স্টেশনে গিলে অস্ত্রের মুখে বাইক ও নগদ টাকা পয়সা নিয়ে যায়। ভোক্তভোগীরা থানায় অভিযোগ দিলে পুলিশে কাছ হতে কোন প্রতিকার না পেয়ে রাস্তা অবরোধ করে।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫