বিশেষ প্রতিবেদকঃ
রেজাউল করিম ফরিদপুর
ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে এক ছাত্রীকে ভর্তি না করতে পেরে অধ্যক্ষের উপর বর্বরোচিত হামলা। কোতোয়ালী থানায় মামলার প্রেক্ষিতে হামলাকারীদের তিনজন কে আটক করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।জানা যায় সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মনজুরুল ইসলামকে যার নেতৃত্বে আঘাত করা হয়েছে, তিনি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ফরিদপুর জেলার সভাপতি আরিফুর রহিম রনিসহ তিনজনকে গ্রেফতার করেছেন ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। শহরের বিভিন্ন স্থানে চিরূনী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার২৭ ফেব্রুয়ারি-২৫ তারিখ দুপুরে আসামিদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এসময় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আসাদউজ্জামান সাংবাদিকদের জানান,১৫ জানুয়ারি রাতে মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত অধ্যক্ষের উপর এলোমেলো অতর্কিত হামলা চালায়। এসময় আক্রমণ করতে লোহার পাইপ ব্যবহার করেন। পরবর্তীতে তিনি গুরুতর আঘাত হন।এ ব্যাপারে অধ্যক্ষের স্ত্রী মোছাঃ জাহিদা আক্তার (কেয়া) বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায়পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে দুর্বৃত্তদের শনাক্ত করেন। কোতয়ালী থানার একদল পুলিশ অভিযান চালিয়ে বিজেপি নেতা আরিফুর রহিম রনি, সাইমন ও জুয়েলকে গ্রেফতার করেন।অপর এক আসামি কে এখন ও গ্রেফতার করতে পারেনি,তবে গ্রেফতারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। এসময় হামলাকারীরা
পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলেন, বিজেপি নেতা আরিফুর রহিম রনির নির্দেশে মোতাবেক তারা এ হামলা করেছেন। রনি তাদের ভাড়া করে অধ্যক্ষকে আক্রমণ করার কথা স্বীকার করেন।এ ব্যাপারে কোতোয়ালী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই ফাহিম ফয়সাল তরফদার বলেন, হামলার তেমন কোনও সুস্পষ্ট ক্লু পাওয়া যায়নি। নিবিড় ভাবে তদন্তের এক পর্যায়ে কলেজে ভর্তির একটি বিষয় আমরা জানতে পারি সেই সুত্র ধরেই আসামিদের শনাক্ত পূর্বক গ্রেপ্তার করতে সক্ষম হই।
পুলিশ সুত্রে জানা যায়, বিজেপি নেতা রনি কলেজে এক ছাত্রীকে ভর্তি করানোর জন্য অধ্যক্ষের ওপর চাপ সৃষ্টি করেন। অধ্যক্ষ সেই ছাত্রীকে ভর্তি করতে অস্বীকৃতি জানালে রনি ক্ষুব্ধ হন এবং অধ্যক্ষকে দেখে নেওয়ার হুমকি দেন বলে জানা যায়। কোতয়ালী থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আলিপুর এলাকার একটি বাড়ি থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।
এছাড়া গ্রেফতারকৃত জুয়েল ও সাইমনের বাড়ি থেকে হামলার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের উপর হামলার মূল কারণ ছিল কলেজে একজন ছাত্রীকে ভর্তির নিয়ে। ভর্তি করতে না পারায় বিজেপি নেতা রনি অধ্যক্ষের ওপর ক্ষুব্ধ হয়ে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এই হামলার ঘটনা ঘটনা ঘটিয়েছেন। কোতয়ালী থানা পুলিশ বলেন,পলাতক অপর এক আসামি কে ধরার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫