আব্দুল মতিন মুন্সী
বোয়ালমারি সংবাদদাতা
২৭ ফেব্রুয়ারী বোয়ালমারী উপজেলা মহিলা কলেজের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে বিজয়ী হয়েছেন ৩ জন। তারা হলেন
১) মো মফিজুল কাদের খান ৫০৩ ভোট পেয়ে ১ম হয়েছেন।
২) শেখ আতিকুল আলী ৪৪৭ ভোট পেয়ে ২য় হয়েছেন।
৩) একেএম শহীদ উদ্দীন (দিপু মিয়া) ৩৯০ ভোট পেয়ে ৩য় হয়েছেন।
সকাল ৮ হতে ভোট গ্রহণ শুরু হয়। উৎসব মুখে বিকাল ৪ টা পর্যন্ত ভোট চলে। কোন বিশৃংখলা তৈরী হয়নি।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫