মোঃ রুহুল আমিন ভূইয়া
ফরিদপুর প্রতিনিধি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী জেলা প্রশাসন, ফরিদপুর এর উদ্যোগে আগামীকাল ( পহেলা রমজান) সকাল ০৭ ঘটিকা হতে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত লাভলু মিয়া সড়ক ( স্বপ্ন সুপারশপ এর পাশে) ন্যায্য মূল্যের বাজার স্থাপন করা হয়েছে।
পুরো মাহে রমজান মাসে ন্যায্য মূল্যে প্রয়োজনীয় গ্রোসারি পন্য,সবজি, মাছ, মাংস ও ইফতার আইটেম বিক্রয় করা হবে।
আপনারা সবাই আমন্ত্রিত।
" দৈনিক ফরিদপুর মহানগর বার্তা " পত্রিকার পক্ষ হতে এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য ফরিদপুর জেলা প্রশাসক স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে এবং দোয়া করি আপনি যেন সবসময় এরকম সুন্দর উদ্যোগ নিয়ে অবহেলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান ধন্যবাদ।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫