আব্দুল মতিন মুন্সী
বোয়ালমারী সংবাদদাতা:
বৃহস্পতিবার গভীর রাতে (২ টা ৩০ মি)বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রাম থেকে ছিনতাই কৃত মোটরসাইকেল সহ কাকন মিয়া (৩৫) এবং মাসুূদ খান পিষু (৩৮) কে আটক করেছে বোয়ালমারী থানার পুলিশ।
কাকনের বাড়ী বোয়ালমারী পৌরসভার ছোলনা গ্রামে এবং মাসুদ খানের বাড়ী পার্শ্ববর্তী চতুল গ্রামে।তাদের কে আজ (২৮ ই ফেব্রুয়ারী) দুপুরে ফরিদপুর আদালতে চালান দেয়া হয়েছে।
আগের দিন দুপুরে বোয়ালমারী হেলিপ্যাড থেকে তরিকুল নামে এক যুবকের গলায় ছুড়ি ধরে মোটরসাইকেল ছিনতাই করে আসামিরা। এ ঘটনায় রাতে থানায় মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বোরহান উদ্দিন জানান, রাতে অভিযান চালিয়ে কাকনের বাড়ীর সামনে থেকে মোটরসাইকেল সহ তাদের আটক করা। তাদের আটক করার সময় আশেপাশের লোকজন হৈচৈ শুরু করে।এ সময় থানার ওসি মাহমুদুল হাসান এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আসামিদের থানায় নিয়ে আসেন।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫