বিশেষ প্রতিবেদকঃ
রেজাউল করিম
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কলেজ রোড মৃগী গ্রামে কোন নিয়মনীতি না মেনে ভেকু দ্বারা পুকুর খনন ও মাটি অন্যত্র বিক্রি করার অপরাধে-
বালি মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদণ্ড করেন।এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন মাটি কাটার কোন নিয়ম নীতি ও অনুমতি পত্র অভিযুক্ত পুকুরের মালিক মোঃ সোলেমান (৫৫) ও মাটি ব্যবসায়ী মোঃ জাহিদ শেখ কোন কিছু দেখাতে পারেননি। এ সময় তারা বলেন আমরা একটি দরখাস্ত দিয়েছি, সেই দরখাস্তে দেখা যায়, প্রায় আরো দেড় বছর পূর্বের একটি দরখাস্ত দেখায় যাতে কোন অনুমতি দেয়া হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে এ সময় দৌড়ে ভেকুর চালক ও ট্রাকের চালকেরা পালিয়ে যায়। এ সময় সাংবাদিকরা পুকুরের মালিক মোঃ সোলেমান (৫৫)কে এই মাটি তিনি কিভাবে বিক্রয় করেন,এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রতি ট্রাক মাটি ৪২০ দরে জাহিদ শেখের কাছে বিক্রয় করি,এ ব্যাপারে মাটি খেকো ব্যবসায়ী জাহিদ কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি এই মাটি বিভিন্ন ভাটায় ২০০০ টাকা থেকে ২৫০০ শত টাকা করে বিক্রয় করি, অবৈধ উপায়ে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে মাটি কাটার অপরাধে ম্যাজিস্ট্রেট প্রথমে একটি মামলা করেন যার নং ২০/২০২৫,
এই সময় নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন নগদ ৫০০০০(পঞ্চাশ হাজার)টাকা জরিমানা অথবা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের বিধান রেখে মামলাটি করেন,স্থানীয় সাক্ষী মোঃ জামান মোল্লা ও রতন চক্রবর্তীর উপস্থিতিতে এই মামলাটি করা হয়।পরবর্তীতে মোঃ ছলেমান ও জাহিদ হোসেন
নগদ অর্থদণ্ড দিয়ে সাজা থেকে রক্ষা পান। এসময় সদর উপজেলার নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান সাংবাদিকদের বলেন ঘটনাস্থলে এসে মোঃ ছলেমান ও জাহিদ শেখ কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এদেরকে নিদের্শনা দেওয়া হয়েছে এখান থেকে আর একটুকরোও মাটি কাটা যাবে না, যেহেতু এটি একটি পুরনো পুকুর সেই ক্ষেত্রে পুকুরকে খনন করতে হলে অবশ্যই সরকারি নিয়ম নীতি মেনেই তাকে পরবর্তীতে কাজ করতে হবে এর বাইরে গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে তিনি আরও জানান সরকারী বিধি নিষেধ অমান্য করে যারাই এধরনের অপকর্ম করবে তাদের বিরুদ্ধে আমাদের আইনগত অভিযান অব্যাহত থাকবে।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫