রেজাউল করিম
ফরিদপুরের সদরের চাঁদপুর ইউনিয়নে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে, জরিয়ে অন্তত ১২ জন আহত হয়েছেন।বুধবার (২ এপ্রিল) বিকেল বেলা ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত চার জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যদের কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়। এব্যাপারে পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানাযাম, সদর উপজেলার চাঁদপুর বাজার সংলগ্ন মাঠে ঈদ উপলক্ষে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। খেলায় চর চাঁদপুর গ্রামের বাসিন্দারা দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশ গ্রহণ করেন। এসময়, নজরুল ব্যাপারীর ছেলে বাদশা ব্যাপারীর সঙ্গে আকিদুল শেখের ছেলে নাজমুল শেখের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বিকেলে বাদশা ও নাজমুলের পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন সংঘর্ষে জড়িয়ে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। এছাড়াও জানা যায় স্থানীয়রা প্রাথমিকভাবে মিটিয়ে দিলেও পরবর্তীতে দুই পক্ষের লোকজনেরা এই মারামারিতে জরিয়ে পড়েন।গুরুতর আহত চার জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত খেলার মাঠে সংঘর্ষে জরিয়ে মারামারির খবর পেয়ে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫