মোঃ রুহুল আমিন ভূঁইয়া
স্টাফ রিপোর্টার
তথ্য সংরক্ষণে : মো: রাব্বি (প্রবাসী)
বর্তমানে কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে সৌদি আরবে বাংলাদেশ কি প্রবাসীদের আকামা থাকা সত্ত্বেও নানান দারুণ দেখিয়ে হয়রানি মূলক ভাবে তাদেরকে পুলিশ জোর করে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাচ্ছেন, এবং এভাবে কিছুদিন দেখে তাদের রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
এখানে মানবাধিকার এবং দেশের শৃঙ্খলা বিকৃত ঘটছে।
সংশ্লিষ্ট প্রতি বকে নিকট বিশেষ অনুরোধ থাকবে আপনারা এ বিষয়টি অতি গুরুত্ব সহকারে দেখুন এবং আমাদের হাজারো ভাই বোনেরা পরিবারের মায়া ত্যাগ করে দেশের ম্যাপ ত্যাগ করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দেশ ছেড়ে প্রবাসী জীবন যাপন করছেন তাদের পাশে দাঁড়ানোর কর্তব্য।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫