প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ২:৫৯ পি.এম
বোয়ালমারীতে ১১ বছর বয়সী এক শিশুকে পানিতে চুবিয়ে হত্যা চেষ্টা
নিজস্ব প্রতিবেদকঃ
- বোয়ালমারী থানাধীন দাদপুর ইউনিয়নের নতিবদিয়া গ্রামে ফেলু মালোর পুত্র অনিক মালো কে পানিতে চুবিয়ে হত্যা করার চেষ্টা করেন স্থানীয় বখাটে নয়ন সরকার (২০)পিতা নির্মল সরকার সর্বস্বাংনতিবদিয়া। সরে জমিনে জানা যায়, প্রতিদিনের ন্যায় ২ এপ্রিল-বুধবার দুপুর আনুমানিক ১-৩০ ঘটিকার সময় প্রতিবেশী চঞ্চল দাসের পুকুরে স্নান করতে যায় আমার পুত্র অনিক মালো। পুকুরে স্নান করার জন্য নামে, পরবর্তীতে নয়ন সরকার প্রথমে আমার পুত্র কে বলে তুই পানি ঘোলা করবিনা একথা শুনে আমার পুত্র অনিক বলেন, তাহলে আমি কি এখানে স্লান করতে পারব না, এ কথা বলা মাত্রই নয়ন সরকার আমার পুত্রকে পা উঁচু করে পানিতে একাধিকবার চুবাইতে থাকেন। আমার পুত্রের চিৎকারের শব্দ পেয়ে স্থানীয় প্রতিবেশীররা এসে অনিককে উদ্ধার করেন। আমার পুত্রকে নয়নের পিতা নির্মল সরকার ও মাতাঃ মিতা সরকার ও এসে কিল ঘুষি ও মারধর করে। এ ব্যাপারে এলাকাবাসীরা নয়নের বাড়িতে যেয়ে এ বিষয়ে জানতে চাইলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেন। ভুক্তভোগী অনিকের পিতা এ ব্যাপারে এলাকায় কোন বিচার না পেয়ে বোয়ালমারী থানায় নয়ন সরকার এবং তার পিতা নির্মল সরকার ও মাতাঃ মিতা সরকারের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অনিকের শারীরিক খোঁজখবর সম্পর্কে জানতে চাইলে ফেলু মালো জানান, প্রথমে এলাকায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয় পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অনিক কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয় বলে সাংবাদিকদের কে জানান। এ ব্যাপারে মুঠোফোনে নয়ন সরকারের সাথে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫