শাকিল হোসেন গাজীপুর
কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর নৌকা ঘাট এলাকায় তুরাগ নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ১টি বৃদ্ধের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর পুলিশ।আজ রবিবার (৬ এপ্রিল) দুপুর ২টায়র দিকে নদীতে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানার অপারেশন কর্মকর্তা (ওসি) যুবায়ের হোসেন জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওসি যুবায়ের হোসেন বলেন, প্রাথমিকভাবে কোনো কিছু বলা যায়না কারন রিপোর্ট হাতে পেলে ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫