রেজাউল করিম-ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় কন্যাকে ধর্ষণের দায়ে ধর্ষক পিতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন জনতা।
রবিবার রাত ৯টার সময় ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রাম থেকে লম্পট ধর্ষক পিতা মোস্তফা মোল্লাকে (৫০) কে আটক করেছে ভাংগা থানা পুলিশ। এঘটনায় কন্যার মামা বাবুল কবিরাজ বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
সাথী আক্তার বর্তমানে ভাঙ্গা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।এবিষয় ভাঙ্গা থানার ওসি তদন্ত ইন্দ্রজিৎ মল্লিক জানান, এলাকাবাসীর সংবাদ পেয়ে ভাঙ্গা উপজেলা নাসিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা থেকে মোস্তফা মোল্লা কে আটক করি এবং তার কন্যাকে (সাথী আক্তার) পুলিশের হেফাজেতে নিয়ে আসি। কন্যার ভাষ্যমতে গত দুই বছর যাবত লম্পট পিতা তাকে পালাকর্মে ধর্ষণ করে আসছে। প্রাথমিক ভাবে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। আজ সন্ধ্যায় এলাকাবাসীর কাছে ঐ কন্যা বিস্তারিত সকল ঘটনা খুলে বলেন। যাহা কারণে গ্রামবাসী পিতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এঘটনা কন্যার মামা বাদি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। সোমবার সকালে কন্যার মেডিক্যাল পরিক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।গ্রামবাসী থেকে জানা যায়, মোস্তফা মাতুব্বর তার কন্যা ও অন্ধ স্ত্রী গ্রামে গ্রামে ভিক্ষাবৃত্তি করতো। মোস্তফা শশুর বাড়িতে একটি ঘর তুলে এক ঘরে সবাই বসবাস করতো। বিভিন্ন জায়গায় একসাথে থাকতো। এই ঘটনায় এলাকাবাসী লম্পট ধর্ষক পিতার উপযুক্ত বিচার দাবি করেন।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫