জুলিয়া আক্তার বুলু -সদর প্রতিনিধিঃ
ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড় বাইপাস সড়কে ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে।
শুক্রবার বাদ জুম্মার কিছুক্ষণ পরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কোতোয়ালি থানাধীন বাইপাস সড়ক সংলগ্ন জাহিদ সুপার মার্কেটের পিছনে মেসার্স জাহিদ মটর্সের স্লপ প্লান্ট এর মেশিনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত গরম হওয়ার কারনে অগ্নিকান্ত সংগঠিত হতে পারে বলে অনেকেই ধারণা করছেন।
এ সময় কেমিক্যাল, তৈলাক্ত ও দাহ্য বস্তু থাকার কারনে আগুন মুহূর্তেই ছড়িয়ে পরে, মিক্সার মেশিনের মোটর ব্লাস্ট হয়ে ২ জন শ্রমিক মারাত্মক ভাবে আহত হন। অগ্নিকাণ্ডের ঘটনায়
আহত শ্রমিকেরা হলেন
মোঃ আলামিন (৩৫)
পিতাঃ জয়নাল মোল্লা
গ্রামঃ কাইলা ডাঙ্গা
থানাঃ মহেশপুর জেলাঃ ঝিনাইদাহ্ অপরজন
মোঃ মোকসেদ (৪০)
পিতাঃ হযরত আলী
গ্রাম বকুলনগর
থানাঃ মহেশপুর জেলাঃ ঝিনাইদাহ্। এসময় দেখা যায়
আহতদের শরীরের অনেক অংশ আগুনে পুড়ে এবং ঝলসে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফরিদপুর সদরের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা
ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা করে এই আগুন নেভাতে সক্ষম হয়েছেন।
আগুন দ্রুত ছড়িয়ে পরে পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে ব্যাপক হয় ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায়
আহত ২ জন শ্রমিক বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫