রেজাউল করিম -ফরিদপুর অফিস
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমার মোড় সদরব্যারা এলাকায় গোপনীয় ভাবে বিভিন্ন কোম্পানির নাম করন করে এই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছিল গ্যাস সিলিন্ডার। এসময় নগরকান্দার যৌথ বাহিনীর অভিযানে ৯১৮টি অবৈধভাবে মজুতকৃত গ্যাস সিলিন্ডারসহ কারখানার একজন ম্যানেজারকে গ্রেপ্তার করেছে নগরকান্দা থানাপুলিশ।
শনিবার বিকেলে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকার এম এম জুট মিলের ভিতরে চিরুনি অভিযান পরিচালনা চালিয়ে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় কারখানার ভেতরে থাকা দুটি ট্রাক ও একটি ট্যাংক লরি জব্দ করা হয়েছে। ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে আটক করা হলে তিনি নিজেই এই অপরাধের কথা স্বীকার করেন। পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, এম এম জুট মিলের ভিতরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাত করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন। এম এম জুট মিল ও দুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড ইউনিট-২ কারখানার মালিক দুই ভাই মোস্তাক আহমেদ ও পারভেজ আহমেদ।
এব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাফী বিন কবির বলেন,জুট মিলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাত করা হচ্ছিল,যার ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।অভিযানে সেনাবাহিনীর ফরিদপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর হাসান, সহকারী বিস্ফোরক পরিদর্শক ইশরাক উদ্দিন এবং থানা পুলিশের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। উক্ত প্রতিষ্ঠানের অভিযানের বিষয় টের পেয়ে অবৈধ উপায়ে গ্যাস সিলিন্ডার বাজার জাত করনিয় মালিক মুস্তাক ও পারভেজ পালিয়ে যায়।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫