আমরা সাংবাদিক জনগোষ্ঠী
সম্মানিত সকল সাংবাদিকবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাগণ আগামীকাল,
রোজ: সোমবার ১৪ এপ্রিল-২৫ বিকেল: ৪:৩০ ঘটিকার সময় সকল সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
স্থান আজিমপুর, উত্তরা পূর্ব থানা সংলগ্ন।
উক্ত মানববন্ধনের ডাকে সাড়া দিয়ে আপনার স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করা সহ সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে অংশ নিয়ে আপনি ও আপনার অধিকার নিশ্চিত করনের দাবিতে দেশের সকল সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদস্বরূপ এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে আপনার উপস্থিতি একান্ত ভাবে আমরা কামনা করছি।আপনি সাম্য ভ্রাতৃত্ব ও ঐক্যের পরিচয় দেবেন বলে আমরা আপনাদের সকলের কাছে প্রত্যাশা করছি।
নিবেদক
আমরা সংবাদ কর্মী-
অতীব জরুরি প্রয়োজনে নির্ম লিখিত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৭১৯১১৬৫০২
০১৯৩১১৬৬৯৫৯
০১৮৫৯০৭৫৬১৪
০১৮৪২৪৯৪৯৯৪
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫