শেখ হাসান- সালথা থেকে
ফরিদপুর জেলায় ৯ টি থানা রয়েছে আর এই ৯ টি থানার মধ্যে সালথা উপজেলা এলাকায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপন্ন হয় বেশি। এজন্য অনেকেই সালথা উপজেলার পেয়াজ চাষীদের ব্ল্যাক ডায়মন্ডের রত্ন বলেন। সালথা ও বালিয়াবাজার নামক দুটি হাটের পেঁয়াজ ফরিদপুর জেলা শহর ছাড়াও অনেক জায়গায় যায়। বর্তমানে পেঁয়াজের বাজার মূল্য ১৭০০ থেকে ১৮০০ টাকা উপজেলা কৃষি অফিসে যেয়ে জানা গেছে গত বছর ভালো মূল্য পাওয়ায় এবছর লক্ষ্য মাত্রা এর চেয়ে ও প্রায় ১২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। পেঁয়াজ সম্পর্কীয় ব্যাপারে স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়,দামটা একটু বৃদ্ধি হলে তাদের লোকসানটা কমে যেত।তবে আমরা আশা করছি পেঁয়াজের দাম আর একটু বৃদ্ধি পেলে আমাদের কে
লোকসানের ঘানি টানতে হতো না।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫