Logo
প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৩:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৫, ৫:৩৯ পি.এম

বালিয়াকান্দিতে মোটরসাইকেল ট্রলির সংর্ঘষে ১ জন নিহত। বালিয়াকান্দি মোঃ আজাদ তালুকদার বিশেষ প্রতিনিধি রাজবাড়ী জেলা ০৯/০৫/২০২৫ ইং তারিখ,বালিয়াকান্দিতে মোটরসাইকেল মাটিরট্রলির সংর্ঘষে ১ জন নিহত হয়েছে।শুক্রবার বিকাল ৩.৩০ মিঃ সময় উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের পরিতোষ সরকরের একমাত্র সন্তান সজীব ( প্রণয় সরকার )(২৭)। রাজবাড়ী সরকারি কলেজের হিসাববিজ্ঞান এর উত্তীর্ণ ছাত্র কাকা রামা প্রসাদ সরকারের বৌভাত অনুষ্ঠানের প্লাস্টিকের গ্লাস আনার জন্য বাড়ী থেকে জামালপুর বাজারে যাচ্ছিল এসময় জামালপুর কোলারহাট সড়কের নলিয়া মেলার সামনে পৌছালে মাটিবুঝায় ট্রলি বৃমাগুরা নতুন ভাটায় মাটি নিয়ে যাচ্ছিলো এসময় মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী সজীব প্রণয় সরকার ঘটনা স্থলেই মারা যান।বালিয়াকান্দি অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন জানান খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোঃ আজাদ তালুকদার বিশেষ প্রতিনিধি রাজবাড়ী জেলা। দৈনিক বাংলাদেশ সমাচার,