নড়াইলের বিছালী ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মধুরগাতি গ্রামে ৯ মে শুক্রবার ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের ন্যায় মধুরগাতি গ্রামবাসীর আয়োজনে গড়ার বিলে গ্রামীণ মেলা ও ঘৌড় দৌড় অনুষ্ঠিত।
গ্রামীণ মেলা ও ঘৌড় দৌড় উপভোগ করতে আশপাশের কয়েক জেলা থেকে আগত নানা বয়সের হাজার হাজার মানুষের সমাগমে স্থানটি মিলন মেলায় পরিণত হয়।
বাবলুর রহমানের সঞ্চালনায় ৫ নং ওয়ার্ডের মেম্বার আলি ইমামের তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিছালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন নড়াইল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম সান্টু বিছালি ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকারিয়া মোল্যা,থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক এ এম মেহেদী হাসান এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ গ্রামিণ মেলা ও ঘৌড় দৌড় দেখতে নড়াইল, গোপালগঞ্জ,যশোর, মাগুরা, ফরিদপুর, বাগেরহাট,সাতক্ষীরা সহ বিভিন্ন জেলার শিশু ও নারীসহ সব বয়সের লক্ষাধীক দর্শনার্থী পরিবার পরিজন নিয়ে ছুটে আসে মধুরগাতিরবএই মাঠে। উপভোগ করেন গ্রামীণ মেলা। দর্শনার্থীরা বলে
এমন আয়োজন দেখতে পারায় আমরা খুশি।এই আয়োজনটি বিছালীর প্রাচীন সংস্কৃতিতে বিশেষভাবে পরিচিত বলে মনে করেন এলাকার গুণিজনেরা।
জানাযায় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় মোট ৩০ টি ঘোড়া অংশ গ্রহণ করে। ঘোড়া দৌড় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এছাড়া অংশগ্রহণ করা প্রতিটি ঘোড়াকে শান্তনা মূলক পুরস্কার দেওয়া হয়। পুরষ্কার তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক।
আয়োজক কমিটিরা বলেন বাঙ্গালীর হাজার বছরের ঐতিহ্যকে লালন ও ধারণ করার জন্য এবং নতুন প্রজম্ম যাতে এসম্পর্কে ধারণা পায় সেজন্য প্রতি বছর এ গ্রামিণ মেলা আয়োজন করে আসছে গ্রামবাসী। ঘৌড় দৌড় শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।