ফরিদপুরে আকিকার মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘ আ-হত-৩০ জনের মতো। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেনাবাহিনী।

- আপডেট সময় : ০৬:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

গালিব মাহাবুব, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের সালথায় আকিকার মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা হয়,পরবর্তীতে কিছুক্ষণের মধ্যেই সংঘ*র্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জনের মতো আহত হন। অতঃপর বাড়িঘর ভাঙচুর ও লুটপা*টের ঘটনা ঘটে, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৯ মে) দিবাগত রাতে ও শনিবার দুপুরে দফায় দফায় ধাওয়া পাল্টা হয়। গ্রাম রাঙ্গারদিয়া সোনাপুর ইউনিয়ন, উপজেলা সালথা এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আজিজুর (২৭)` সালাম সরদার (৪৭)` লোকমান শেখ (৫৫)` রেহেনা বেগম (৫০)` মিরাজ মোল্যা (৩৫)` কামাল হোসেন (২৫)` ছায়েম হোসেন (৩৫)` সেতু আক্তারসহ (২০)` অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে উপজেলার রাঙ্গারদিয়া গ্রামের ইউপি সদস্য নান্নু মাতুব্বরের সমর্থক উজ্জ্বল মোল্যার সঙ্গে জালাল মাতুব্বরের সমর্থক ফারুক মোল্যার, আকিকার মাংস ভাগাভাগি নিয়ে একপর্যায়ে কথা কাটাকাটি হয়, দুই জনের মধ্যে। তার কিছুক্ষণের মধ্যেই হাতাহাতি অতঃপর দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয় পক্ষের অন্তত ২৫ থেকে ৩০ টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।