সদরপুর( ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে শিক্ষক রইজ শিকদার কে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। গেরপ্তার কৃত রইজ উপজেলার চরবিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের (খন্ডকালীন) বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ অভিযুক্ত শিক্ষক রইজ মাষ্টার দীর্ঘদিন যাবত তাকে মৌখিক ও শারীরিক ভাবে যৌন হয়রানি করে আসছে।
বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করা হলেও কর্তৃপক্ষ কোনরকম কার্যকর ব্যবস্থা গ্রহন করেননি। পরে নিরুপায় হয়ে ভুক্তভোগীর পরিবার বিষয়টি সদরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর এবং সদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ৯ মে (শুক্রবার) গভীর রাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হাসানের
নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম চরভদ্রাসন থানা এলাকায় অভিযান চালিয়ে রইজ মাষ্টার কে গ্রেপ্তার করা হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হাসান জানান, গ্রেপ্তারকৃত শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসা বাদে অভিযোগ স্বীকার করেছেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে, এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অনতি বিলম্বে অভিযুক্ত শিক্ষক রইজ মাষ্টারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন।
শিমুল তালুকদার
সদরপুর ফরিদপুর প্রতিনিধি
01719103615
তারিখ ১০/৫/২০২৫
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫