সেক মোহাম্মদ আফজাল
বিশেষ প্রতিবেদক
বৈশাখের শেষ আর দু' তিনদিন পরেই জৈষ্ঠ্যমাস বাংলার ছয় ঋতুর দেশ তাই চলছে গ্রীষ্ম কাল আবার জৈষ্ঠ্যমাসকে (মধুমাস) বলে থাকে বাঙ্গালী মধুমাসে আম কাঁঠাল যখন পাকতে শুরু করবে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে তাপমাত্রা বেড়েই চলেছে চারদিকে ফসলসহ উদ্ভিদ এবং প্রাণীকুল হাসফাস করছে সাধারণ মানুষের একটু শীতলতার লক্ষ্যে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা বাজারে "ডাঙ্গী ইউনিয়ন তরুণ প্রজন্ম সংগঠন" সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে।
১১ মে রবিবার দুপর ১২ টায় এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তরুণ প্রজন্ম সংগঠনের সদস্যরা শরবত বিতরণ ক্যাম্পেইন চালু করেছে।
তরুণ প্রজন্ম সংগঠনের সভাপতি রাইসুল ইসলাম বলেন তীব্র তাপদাহে বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষের মাঝে একটু শীতলতা এবং কিছু সময়ের জন্য হলেও তৃপ্তি বোধ করাতে পারাই আমাদের সার্থকতা।
ডাঙ্গী ইউনিয়ন তরুণ প্রজন্ম সংগঠন গত ২০১৮ সাল থেকে ইউনিয়নের সামাজিক অবকাঠামো মেরামত, নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকে অসহায় গরীব দুঃখীদের ঘর নির্মাণ, নিরাপদ পানির টিউবওয়েল, অসুস্থ মানুষের চিকিৎসার আর্থিক সহায়তা, রমজানে সকলের মাঝে ইফতার, ঈদুল ফিতর,ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে বিশেষ খাদ্য সামগ্রী শাড়ী লুঙ্গি, পাঞ্জাবি বিতরণ করে আসছে।
তরুণ প্রজন্ম সংগঠনের এই শুভ উদ্যোগকে অভিনন্দন এবং সাধুবাদ জানিয়েছেন এলাকার সুধী জনেরা।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫