রাসেল মোল্লা নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ১টি ওয়ানশুটারগান সহ বেশকিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
রবিবার (১১ মে)ভোর ৩.৩০ মিনিট হতে সকাল ৭.০০ পর্যন্ত নড়াইল সদর আর্মি,কালিয়া থানা আর্মিও কালিয়া থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার পুরুলিয়া ইউনিয়ন থেকে তাদেরকে অস্ত্রসহ আটক করে সেনাবাহিনী।
রবিবার নড়াইল সেনা ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন – জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত সুলতান শেখের ছেলে মো.আনিস(৫০), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো.নাজিমউদ্দিন (৩০) একই গ্রামের মৃত এনামুল মোল্লার ছেলে চঞ্চল (৩৬)।
সেনাবাহিনী সুত্রে জানা যায় রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ার এ যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়। এ সময় বাড়ি-ঘরে তল্লাশি চালিয়ে
উদ্ধারকৃত অস্ত্র ও জব্দকৃত মালামাল সমূহঃ
১টি পিস্তল (শ্যুটার গান)৬ রাউন্ড কার্তুজ গুলি , ১৭ রাউন্ড ব্লাংক গুলি,২ টি চাইনিজ কুড়াল,২ টি ছুরি,৭ টি সেনদা, ৭ টি বল্লম,১ টি ট্যাটা,২ টি ধনুক,৩ টি চাপাতি,১৯ টি সোরকি,৬ টি ঢাল,২ টি শর্টগানের কভার,সহ বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং সরঞ্জামাদি।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র,কার্তুজ, কার্তুজ বানানোর উপকরণ, বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র কালিয়া থানা পুলিশকে হস্তান্তর করা হয়।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫