অমিত সরকার ফরিদপুর
ফরিদপুরে শ্রী অঙ্গনে ৯ দিনব্যাপী শুভ আবির্ভাব উৎসব পালিত। ৫ মে সোমবার হইতে ১৩ মে মঙ্গলবার ২০২৫ খ্রিস্টাব্দে প্রতি বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের এই মহাবাতারী অনুষ্ঠানে দেশ এবং বিদেশ থেকে ভক্তবৃন্দের আগমনে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ৫ মে বিকাল ৫ ঘটিকায় শ্রীমৎ কান্তি বন্ধু, ব্রক্ষচারী পাঠ পরিবেশনায় ছিলেন শুভ অধিবাস ও কীর্তন। অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম মহা কীর্তন শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু বন্ধু সুন্দরের শুভ অভিষেক এবং ব্রাহ্মণ কান্দা শ্রী অঙ্গনে উদয়স্ত শ্রী শ্রী মহানাম মহা কীর্তন, ষোরস প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রক্ষহরিনাম কীর্তন, ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম মহা কীর্তন, রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন, ও সর্বশেষ ১৩ মে শ্রীশ্রী বন্ধু সুন্দরের ফুলদোলের মাধ্যমে অনুষ্ঠানটি ভক্তবৃন্দদের পালনের মাধ্যমে শেষ করেন। হরিপুরুষ তথ্য বিষয়ে পড়ে মানুষের বিবেকানন্দের উপর এখানে বিভিন্ন গবেষণামূলক ধর্মীয় আলোচনা করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য অনাদির আদি গোবিন্দ স্বয়ং ভগবান শ্রী শ্রী কৃষ্ণ ও শ্রী শ্রী গৌরাঙ্গ শ্রী শ্রী কৃষ্ণ লীলা ও শ্রী শ্রী গৌরাঙ্গ লীলা এই দুই লীলার সর্বসমষ্টি শক্তি সম্পন্ন। যিনি তিনি শ্রী শ্রী জগদ্বন্ধে আমি সেই রে সেই জানলি অভয় অমীয় বাণী "তোরা আমায় স্মরণ করিস আর নাই করিস আমি তো দিবো কে নিত্য চিরকাল স্মরণ করব, স্মরণ করে রক্ষা করব শ্রী প্রভু জগদম্বু সুন্দরের এই অভয় আমিও বাণীর আদর্শকে তোমরা সকলেই বুকে ধারণ করিও। আমি পৃথিবীতে আমি সেই পদ্ম পলাশোচনা আমি একমাত্র পুরুষ আর সর্বই প্রকৃতি অনন্ত বিদ্রোহী থেকে আমি পূজা গ্রহণ করি তাই আমি অনন্ত ময় আমি হরিনামের এ ভিন্ন আর কারো নয় এইবার সবকেই হরিনাম আসাদন করাইবো তবে আমার নাম জগদ্বন্ধু এবার মানুষ তো মানুষ পশু পক্ষীর পতঙ্গ বৃক্ষলতা এমনকি অনুকরণ আসাদন করাইবো তবে আমার নাম জগবন্ধু। মহাবতারী শ্রী শ্রী শুভ আবির্ভাব উৎসবের সভাপতি ছিলেন কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজ ও সাধারন সম্পাদক শেখর ব্রক্ষর্চারী। আলোচকবৃন্দ শ্রীমৎ স্বামী সঙ্গীতা মহারাজ অধ্যক্ষ প্রণব মুখার্জি ঢাকা স্বামী সুন্দর, স্বামী শুধু বরন্দ মহারাজ সম্পাদক রামকৃষ্ণ আশ্রম ফরিদপুর, শ্রীমৎ স্বামী শুভ রন্ধু মহারাজ রামকৃষ্ণ আশ্রম ফরিদপুর, শ্রীমৎ মানুষ বন্ধু ব্রক্ষচারী প্রধান সেবাইত মহানাম সম্প্রদায় বাংলাদেশ, শ্রীমৎ মিনাল বন্ধু মূর্খচারী কার্যনির্বাহী সদস্য মহানাম সম্প্রদায়, শ্রীমদ বন্ধু প্রীতম ব্রক্ষচারী কার্যনির্বাহী সদস্য মহানাম সম্প্রদায়, শ্রীমদ নিকুঞ্জ বন্ধু, ব্রক্ষচারী সহসাধারণ সম্পাদক মহানাম সম্প্রদায়, শ্রী অঙ্গনের মহাবতারই শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৫ তম শুভ আবির্ভাব উৎসবের সার্বিক উপস্থাপনায় ছিলেন শ্রীমৎ বন্ধু কিশোর ব্রক্ষচারী কার্যনির্বাহী সদস্য মহানাম সম্প্রদায় বাংলাদেশ।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫