রাসেল মোল্লা নড়াইল
নড়াইল সদর উপজেলার আগদিয়া বিছালি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিএনপি নেতা রবিউল ইসলাম রবি বিশ্বাসের পক্ষ থেকে নতুন পোশাক বিতরণ ও অবিভাবক সমাবেশ করা হয়েছে।
১৫ মে বৃহস্পতিবার বেলা ১২ টায় প্রতিষ্ঠানের একটি একটি কক্ষে সহকারী সুপার আনোয়ার হোসেনের সঞ্চালনায় মাদ্রাসা সুপার রেজাউল করিমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং কলোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু বক্কার বিশ্বাস, ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মঞ্জুরা বেগম, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেছের আলি শেখ, জামায়াত নেতা সাইদুর মিয়া,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা।
শিক্ষার্থীদের হাতে এ নতুন পোশাক তুলে দেন ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য মঞ্জুরা বেগম, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু বক্কার বিশ্বাস, প্রতিষ্ঠান প্রধান রেজাউল করিম সহ আগত অতিথিবৃন্দ।
শিক্ষার্থীরা তাদের এই নতুন পোশাক পেয়ে খুশিতে আত্নহারা। ৬৪ জন ছাত্রীদের কালো কালারের বোরকা,সাদা স্কাপ,ও ৫৮ জন ছাত্রদের আকাশি কালারের পাঞ্জাবী ও সাদা কালারের পাজামা দেওয়া হয়েছে।
নতুন পোশাক পেয়ে প্রতিষ্ঠানের ৭ম শ্রেণীর শিক্ষার্থী তন্নী বলে, আমাদের অনেক সহপাঠী আছে যাদের নতুন পোশাক কেনার সামর্থ নাই। রবিউল ইসলামের এই উপহার পেয়ে আমরা খুবি খুশি, আমরা তার জন্য দোয়া করি,তিনি যেনো আরো বেশি করে এ ধরনের ভালো কাজ করতে পারেন।
প্রতিষ্ঠানের আরেকজন শিক্ষার্থী ৭ম শ্রেণীর ওমর ফারুক বলে, আমরা রবিউল ইসলামের এই উপহার পেয়ে খুবি আনন্দিত, আমরা দোয়া করি তিনি যেনো আরো বেশি করে সমাজের ভালো কাজ করতে পারেন।
মানবতার ফেরিওয়ালা রবি বিশ্বাস এর এমন ব্যতিক্রমী উদ্যোককে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীদের অবিভাবকবৃন্দরা জানান, রবিউল ইসলাম একজন ভালো মানুষ তিনি সবসময় গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থাকেন। আল্লাহ যেনো তার মনের আশা পুরন করেন।
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫