সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে ধর্ষণের পর হত্যা ও মাদক মামলার সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন সদরপুর থানা পুলিশ।
১৪ মে বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে
দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন আকটের চর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামের নাছির উদ্দীন খালাসির পুত্র ছবুর খালাসি
এবং মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন
চর বিষ্ণপুর ইউনিয়নের শমসের মাতুব্ব্রের ডাঙ্গী গ্রামের বাবুল বেপারীর পুত্র রবিউল বেপারী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হাসান জানান, গ্রেফতার কৃত দুইজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর
০১৭১৯১০৩৬১৫
তারিখ ১৫/৫/২০২৫ ইং
ছবি সংযুক্তঃ
<p>সম্পাদক ও প্রকাশকঃ</p><p>নাজমুল হুদা বাশার </p><p>০১৭১১২৫৩৬৭৬</p><p><br></p>
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫