তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে শরণখোলায় দিনব্যাপী র্যালি ও পরিষ্কার -পরিচ্ছন্ন অভিযান

- আপডেট সময় : ০৬:৪১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহিম শরণখোলা (প্রতিনিধি)
“দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা দিনব্যাপী র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব সম্মুখে শেষ হয়।র্যালি ও দিনব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ। এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস, শরণখোলা থানা অফিসার্স ইনচার্জ মোঃ শহিদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবী, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষ। পরে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বিভিন্ন দিকনির্দেশনা মূলক মতবিনিময় করেন।