ফরিদপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির যুব সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনতা ব্যাংকের মোড়ে ১১ জানুয়ারি- ২৫ তারিখ বিকাল ৪ ঘটিকার সময় ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ মোদারেস আলী ইছা,র
আহবানে বিশাল এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃসৈয়দ মোদাররেস আলী ইছা। সমাবেশের প্রধান বক্তা মোঃ আফজাল হোসেন পলাশ সিনিয়র যুগ্ন আহবায়ক জেলা বিএনপি, বিশেষ অতিথি সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, এ বি সিদ্দিকী মিতুল যুগ্ম আহ্বায়ক ফরিদপুর জেলা মহানগর, খন্দকার ফজলুল হক টুলু ফরিদপুর মহানগর, দেলোয়ার হোসেন দিলা যুগ্ম আহবায়ক জেলা বিএনপি, এছাড়াও উপস্থিত ছিলেন ওবায়দুল কাদরী, শহীদ পারভেজ অ্যাডভোকেট জাহিদুল হক, সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, আমিনুল ইসলাম মুসা, ইঞ্জিনিয়ার খাইরুল আলম, এ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধা সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ৩১ দফার বাস্তবায়ন উপলক্ষে বিভিন্ন মতামত প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রদলের সভাপতি রাজিব হোসেন রাজীব সভাপতি জেলা যুবদল ফরিদপুর, সঞ্চালনায় ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক জেলা যুবদল ফরিদপুর। এ সময় বক্তারা বলেন ৫ ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছে, বর্তমানে আওয়ামী লীগের যারা দোসর রয়েছেন তাদেরকে এদেশে আর কোন দিন অপরাজনীতি করতে দেওয়া হবে না, সমাবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। ফরিদপুর জেলা তাঁতি দলের মহিলা নেত্রী সাহেদা বেগম সৈয়দ মোদারেস আলী ইছার জন্য আগামী সংসদ নির্বাচনে তাকে এমপি হিসেবে দেখতে চান। এ সময় আরো বক্তব্য রাখেন সাইদুর রহমান চুন্নু ,অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম সহ আরো অনেকে। জুলফিকার হোসেন জুয়েল বলেন কোন উত্তরাধিকার হিসেবে কেউ নমিনেশন পাবে না,দেশ নায়ক তারেক রহমান বলেছেন বিএনপির দুঃসময় যারা রাজপথে ছিলেন তাদের কে নমিনেশন দেয়া হবে। জুলফিকার হোসেন জুয়েল আক্ষেপের সহিত বলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর কন্যা তিনি আওয়ামী লীগের দোসরদের কে নিয়ে রাজনীতি করছেন আমরা এর তীব্র নিন্দা জানাই এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি যেন সরাসরি দেশ নায়ক তারেক রহমানকে বিষয়টি অবগত করেন।
আফজাল হোসেন খান পলাশ বলেন ৪৬ বছর ধরে রাজপথে রাজনীতি করেছেন আমাদের নেতা এ্যাডঃসৈয়দ মোদাররেস আলী ইছা, তার নামে প্রায় শতাধিক মামলা দিয়েছেন আওয়ামী ফ্যাসিবাদীর আমলে, এমনকি তাকে দুইবার হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের হেলমেট বাহিনীরা তাকে কোটচত্বরে মারধর করেছে এটা ফরিদপুরবাসী তথা সমগ্র বাংলাদেশের জনগণ তা যানে আমরা কোন বিচার পাইনি, এবং আমাকেও একাধিক মামলা দিয়ে বারবার জেলে পাঠানো হয়েছে। তাই আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাঃ সৈয়দ মোদারেস আলী ইছা কে আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন দিবে বলে আমাদের প্রত্যাশা, ফরিদপুরে এ্যাডঃসৈয়দ মোদাররেস আলী ইছার কোন বিকল্প নেই। প্রধান অতিথি বলেন বিএনপির শুরু থেকে ৪৬ বছর আমি এই দলের সাথে আছি আমি আশাবাদী দেশ নায়ক তারেক রহমান আমাকে ফরিদপুর সদর আসনে জনগণের সেবা করতে দিবেন। তিনি আরও বলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যম আমরা একটি সোনার বাংলাদেশ পেয়েছি আমাদের দেশ নিয়ে যারা অপরাজনীতি করবেন এতে তাদেরকে ছাড় দেয়া হবে না প্রয়োজনে আমরা আবারও শরীরের রক্ত দিয়ে মোকাবেলা করে একটি সুন্দর দেশ গড়বো ,আমরা আর সংবিধানের পরিবর্তন চাই না এটা আমাদের অঙ্গীকার।