কালিয়াকৈরে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে খুন: গ্রেফতার হয়েছে প্রধান আসামি।

- আপডেট সময় : ০৪:১৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

মোঃ মাহবুবুর রহমান সোহেল
স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের উলুসারা এলাকায় একটি বেকারী থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গত ২২ ডিসেম্বর রাতে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হন। এঘটনায় ইমন নামে একজনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন আবুল কালামের মা।
১৬ই জানুয়ারী, বৃহস্পতিবার রাতে সেই ঘটনার প্রধান অভিযুক্ত আসামি ইমন মিয়াকে (২৭) উপজেলার ঢোল সমুদ্র এলাকা থেকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি ইমন মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকার মাহবুব হোসেনের ছেলে। তিনি চন্দ্রা পল্লীবিদ্যুৎ মোল্লাপাড়া এলাকার তানভীর হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। ইমন মিয়ার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, চুরি-ছিনতাই, সন্ত্রাসী কর্ম-কাণ্ড সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর রাতে উপজেলার উলুসারা এলাকার হারুন অর রশিদ রকির বেকারীর মালিকের কাছ থেকে ৬০ হাজার টাকা চাঁদা নিয়ে ইমন মিয়া ও আকাশ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় আকাশ গ্রুপের সদস্য মো. আবুল কালাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম মারা যান।
ওই ঘটনায় নিহত আবুল কালামের মা কাঞ্চন বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় ইমন মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।
কালিয়াকৈর থানার উপ-পরির্দশক কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি ইমন মিয়া আবুল কালাম হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।