নগরকান্দায় আহলে বায়েত জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল।

- আপডেট সময় : ০৫:৪৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

সেক মোহাম্মদ আফজাল
বিশেষ প্রতিবেদক
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাংগাল গ্রামের পূর্বপাড়া আহলে বায়েত জামে মসজিদের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি শুক্রবার বিশ্ব জাকের মঞ্জিল আটরশি মুজাদ্দেদীয়া নকশাবন্দী তরিকার জাকেরান আশেকান এবং মাইজভান্ডারি তরিকার খলিফা ও মুরিদানদের সহযোগিতায় বাদ আছর থেকে ওলামায়ে কেরামগন কোরান হাদিসের আলোকে মিলাদ কিয়াম সহ তাসরিফ আনেন।
ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন বরিশাল থেকে আগত জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান জিহাদী (খাদেম বিশ্ব জাকের মঞ্জিল) আহলে বায়েত, জিকির আসগর, মিলাদ কিয়াম সম্পর্কে বিষদ আলোচনা করেন।
প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন জনাব হযরত মাওলানা এসকেন্দার আলী, তিনি নবী করীম রাসুলুল্লাহ (সঃ) এর নীতি আদর্শ, নামাজ, রোজা, দরুদ শরীফ সহ ইসলামের দৃষ্টিতে বিভিন্ন দিক আলোচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মন্জিল আটরশির খাদেম নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সাবেক সভাপতি জনাব ইমান আলী, এই ওয়াজ মাহফিলে মাইজভান্ডারি তরিকার উলামায়ে কেরাম বিশ্ব জাকের মঞ্জিল আটরশির শত শত জাকেরান আশেকান সহ বিভিন্ন তরিকার মুমিন মুসলমানগণ মাহফিলে উপস্থিত ছিলেন।
পর্দার আড়ালে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
মিলাদ মাহফিলের সভাপতিত্ব করেন ডাঙ্গী ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক জনাব ইদ্রিস আলী মাতুব্বর
ওয়াজ মহফিলে মোনাজাত শেষে সকলের মাঝে তোবারক বিতরন করা হয়।