ফরিদপুরে মাদক ও জুয়ার আসরে অভিযান কালে পুলিশের উপর হামলা ৩ পুলিশ সদস্য আহত

- আপডেট সময় : ০৭:২১:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমিন ভূইয়া (ক্রাইম রিপোর্টার)
ফরিদপুরে মধুখালীতে মাদক ও জুয়ার আসরে অভিযান কালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের টিমের উপর হামলা, তিন পুলিশ সদস্য গুরুত্ব আহত। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার ডুমাইন বাজারে এ ঘটনাটি ঘটে। রাত ১১:৩০ টার দিকে গুরুত্ব আহত ৩ পুলিশ সদস্যকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতরা হচ্ছেন উপ-পরিদর্শক জব্বার হোসেন, দেওয়ান মোহাম্মদ সবুর এবং এস আই শফিকুল ইসলাম এছাড়া কনস্টেবল ৪-৫ জন।তাদেরকে প্রাথমিক চিকিৎসা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ তৌসিফ সরকার জানান জব্বারের মাথায় ৩ ক্ষতের আঘাত রয়েছে, অপর দুজনকে পিটিয়ে যখম করা হয়েছে, তবে তারা এখন আশঙ্কামুক্ত বলে জানান।
খবর পেয়ে রাত ১২ টার দিকে হাসপাতালে পৌঁছান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, হামলাকারীদের যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। এবং আরো জানান পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হবে। এবং মাদকসহ দুজনকে আটক করে নিয়ে আসা হয়েছে।