ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে তিন দিনব্যাপী তারুণ্যের মেলার উৎসব

- আপডেট সময় : ০২:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদপুর অফিস থেকে প্রকাশিত
ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে তিন দিনব্যাপী তারুণ্যের মেলার উৎসবের অনুষ্ঠিত হয়েছে।
তিন দিনব্যাপী মেলাটি পালিত হয়েছে। বৃহস্পতিবার মেলার শেষ দিনে বিকেল বেলা থেকে দূর দুরান্ত থেকে আগত দর্শনার্থীদের ভিড়ে মেলাটি আরো অতি উৎসবমুখর হয়। ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্রছাত্রীরা মঞ্চে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছিল ফরিদপুর জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এস এ মান্নান স্কুল এন্ড কলেজ ,
ভাষানচর হামিদ নগর উচ্চ বিদ্যালয়, এফএম ব্যান্ড এবং মহিম ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করা হয়। এছাড়াও নাচ গান নাটকসহ ইত্যাদি পরিবেশন করা হয়।
তারুণ্যের মেলা উপলক্ষে বিভিন্ন স্টলে শীতের পিঠা পুলি, মনোহারি সামগ্রী, কাঠের সামগ্রী সহ বিভিন্ন ধরনের উপকরণ বিক্রি করেছেন স্টলের পরিচালনেরা।
এ ব্যাপারে তারণ্য মেলার আয়োজকরা জানান প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলার সংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
এ সময়ে তারুণ্য মেলার আয়োজক বৃন্দরা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, শিক্ষার্থীরা,অভিভাবকরা সহ সকল শ্রেণী পেশার লোকজন এই মেলাকে উপভোগ করেন। এরমধ্যে স্কুল পর্যায়ে ২০ টি, কলেজ পর্যায়ে ৮টি এবং অন্যান্য উদ্যোক্তারা এই মেলায় অংশগ্রহণ করেছেন। এ সময় মেলায় আসা আয়োজক এবং দর্শনার্থীরা বলেন আমরা এই মেলায় আসতে পেরে অনেক ভালো লেগেছে। প্রতিবছর এ ধরনের মেলার অনুষ্ঠান হবে বলে আশাবাদ করেন।
মেলায় বিভিন্ন বয়সী দর্শনার্থীদের আগমনে আনন্দ মুখরিত একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। এধরনের মেলায় সকল শ্রেণীর লোকজনের মনে আনন্দ উপভোগের সুযোগ করে দেয়ার জন্য আয়োজক স্টল মালিকদের ধন্যবাদ জানিয়েছেন সাধারণ দর্শনার্থীরা।