চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছেঃ কিন্তু, চাঁদাবাজি বন্ধ হয় নাই

- আপডেট সময় : ০১:২৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদকঃ
বৈষম্য দূর করার জন্য ২০২৪ সালের ৫ ই আগস্ট রক্ত দিয়ে, জীবন দিয়ে, আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে ভেবেছিলাম এইবার চাঁদাবাজি, দুর্নীতি, মাস্তানি বন্ধ হবে। কিন্তু আমরা দেখলাম ৫ ই আগস্ট এর পরেও চাঁদাবাজি, দুর্নীতি, মাস্তানি বন্ধ হয়নি। চাঁদাবাজের চেহারার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি।
ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্টান্ড সংলগ্ন টার্মিনালে বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গা উপজেলা শাখা কতৃক আয়োজিত এক গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।
তিনি আরো বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, মাস্তানি থেকে মুক্তি পেতে হলে শুধুমাত্র দলের পরিবর্তন করলে হবে না, নেতার পরিবর্তন করলে হবে না, নীতিরও পরিবর্তন করতে হবে।
তিনি বলেন হাত পাখা হচ্ছে শান্তির প্রতীক। হাতপাখা হচ্ছে এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা ভোট দেয় তারাও চালাতে পারে।হাতপাখা হিন্দু মুসলমান সকলেরই প্রয়োজন। হাতপাখা হক এবং বাতেলের পার্থক্যের প্রতীক। আপনারা যদি সকলে হাত পাখায় চলে আসেন তাহলে দুনিয়াতেও শান্তি পাবেন আখিরাতেও শান্তি পাবেন।
এ সময় এই গণসমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা মুফতি আনোয়ার হোসেন, ফরিদপুর জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান, ফরিদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান, সদরপুর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, চরভদ্রাসন উপজেলা সভাপতি মুফতি সেলিম হোসাইন সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময়ে বক্তারা, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে তাদেরকে জাতীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সহ
আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক(PR) পদ্ধতিতে করার দাবি জানান।