ফেসবুকে উপদেষ্টার পদ থেকে গুজব শুনে সোডা অনেক গ্রেপ্তার – ২

- আপডেট সময় : ০৮:৫৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমিন ভূইয়া
নোয়াখালীর চাটখিলে যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রদান উপদেষ্টা ড. ইউনিসের পদত্যাগের গুঞ্জব শুনে শোডাউন করায় গ্রেফতার করেছে পুলিশ।
নোয়াখালীর চাটখিলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার ড. ইউনেসের পদত্যাগের গুজব শুনে সোডাউন করায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার টি তোরা হলেন ইব্রাহিম খলিল ওরূপে রাসেল (৪২) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাঞ্ছার গ্রামের জমাদার বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ও গোলাম কিবরিয়া ওরফে লিটন (৪৫) ওই একই গ্রামের বাসিন্দা ইসমাইল বেপারী বাড়ির মৃত আব্দুল মালিকের ছেলে। (২৫ জানুয়ারি) দুপুরের দিকে আসামিদেরকে নোয়াখালী চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাত ৮ তার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাঞ্ছা বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায় ফেসবুকে প্রধান উপদেষ্টার মধু ত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ইউনিয়নে বানসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক ছুটে যায় পুলিশ, এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও লিটন স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী সোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে এলাকাবাসীর সহযোগিতায় এ আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে।। এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরের দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।